Ajker Patrika

রামেক হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল বিএসআরএম

প্রতিনিধি, রাজশাহী
রামেক হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিল বিএসআরএম

করোনা রোগীদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড। আজ রোববার সকালে বিএসআরএমের কর্মকর্তারা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে এগুলো হস্তান্তর করেন। 

এ সময় বিএসআরএমের রিজিয়নাল ইনচার্জ রাজিব রাব্বানী, কর্মকর্তা ফেরদৌস আহমেদ, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা হাসপাতাল পরিচালককে বলেন, দেশের এই ক্রান্তিকালে তাঁরা করোনা রোগীদের জন্য এগিয়ে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে ভবিষ্যতেও তাঁরা সহযোগিতা করবেন। 

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিএসআরএমের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালে এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার সংখ্যা ৮৩টি হলো। এগুলো করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য খুবই প্রয়োজনীয়। বিএসআরএমের এখন হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দুটিও দ্রুত সময়ের মধ্যে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত