Ajker Patrika

ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১: ২৯
ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী

পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে মারুফ আল  ইমরান (১৬) নামের এক মাদ্রাসাছাত্র। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। 

মারুফ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয় চরভাঙ্গুড়া হজরত আলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সে। 

নিখোঁজের পরিবার সূত্রে জানা জানায়, গত ২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মারুফ। পরদিন সোমবার তাঁরা জানতে পারেন মারুফ মাদ্রাসায় যায়নি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন শুরুতে ধারণা করেছিল, মারুফ হয়তো কোনো বন্ধু বা আত্মীয়স্বজনের বাড়িতে গেছে। কিন্তু সে ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ মারুফকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত রোববার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মারুফের চাচা আব্দুল আলিম বলেন, ‘মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মারুফ নিখোঁজ হয়েছে। এত দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি যে অভিমান করে থাকবে। এ নিয়ে আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।’ 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ মারুফকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত