Ajker Patrika

নাটোরে প্রচার চালানোর সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

নাটোর প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৪, ০৯: ২০
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হোসেন মানিক ও তাঁর সমর্থকদের দাবি নির্বাচনে অপর প্রার্থী শরিফুল ইসলাম শরীফের কর্মী-সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। তবে শরিফুল ইসলাম শরীফ অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে জাহাঙ্গীর হোসেন মানিক নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান হামলায় চেয়ারম্যান প্রার্থী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘মাগরিবের নামাজ শেষে সোনাপুর বাজারে লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলাম। এ সময় আমার প্রতিপক্ষ প্রার্থী শরিফের সমর্থক আবুল কালাম আজাদ ও তার লোকজন আমার ওপর চড়াও হয়। এরপর তাঁরা রড ও চেয়ার দিয়ে মারধর শুরু করে। এ সময় মারধর থেকে আমাকে বাঁচাতে গিয়ে আমার ৪-৫ সমর্থকও আহত হয়েছেন।’

অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম জানান, তাঁর কোনো কর্মী প্রতিপক্ষের প্রার্থীর ওপর হামলা করেনি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শরিফ আলী জানান, জাহাঙ্গীর হোসেন মানিকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে তা গুরুতর নয়। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগাতিপাড়া থানার ওসি নান্নু খান বলেন, হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন। এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত