Ajker Patrika

মুরগির খাবার বোঝাই ট্রাকে আগুন দিয়ে ভিডিও করে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭: ১৩
মুরগির খাবার বোঝাই ট্রাকে আগুন দিয়ে ভিডিও করে দুর্বৃত্তরা

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর ট্রাক যখন জ্বলছিল, তখন ভিডিও ধারণ করে পালিয়ে যায় তারা। আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে।

চোখের সামনে ট্রাক পুড়ে যাওয়ার পর বিমর্ষ অবস্থায় ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন ট্রাকচালক জহুরুল ইসলাম। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া গ্রামে। জহুরুল জানান, রাজশাহী শহরে ট্রাকে পোল্ট্রি মুরগির খাবার নিয়ে তিনি হাটগাঙ্গোপাড়া যাচ্ছিলেন। নন্দনহাট এলাকায় রাস্তার ডানপাশে কয়েকজন তরুণকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন।

ট্রাকটি কাছাকাছি গেলে তারা ইটপাটকেল ও হাতবোমা নিক্ষেপ শুরু করে। এ সময় তিনি ট্রাক থামালে দুর্বৃত্তরা এসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এরপর ভিডিও ধারণ করতে করতে কয়েকজন মোটরসাইকেল নিয়ে এবং কয়েকজন বিলে ভেতর দিয়ে পালিয়ে যায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে সেখানে গাড়িতে আগু দেওয়া কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের মধ্যে সোমবার রাজশাহীর অন্য কোথাও আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংখ্যায় একটু কম হলেও যানবাহন চলাচল করছে। রাজশাহী মহানগরীর পরিস্থিতিও অন্যান্য দিনের মতো স্বাভাবিক দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত