Ajker Patrika

সালিসে দেশীয় অস্ত্র ও ককটেল, ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা অস্ত্র। ছবি: সংগৃহীত
আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা অস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য আয়োজিত সালিসি বৈঠকের সময় দেশীয় অস্ত্র-ককটেলসহ ছয়জনকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন মোহনপুর উপজেলার নওপাড়া গ্রামের আলিফ হোসেন (১৯), রাজশাহী নগরের নওদাপাড়া মহল্লার সোহাগ আহমেদ (২৯), শালবাগান এলাকার মো. বাপ্পি (৩০), একই এলাকার মো. পাপ্পু (২৮) ও মিনহাজুল ওরফে সোহান (২৬) এবং পবা উপজেলার শ্রীপুর গ্রামের মারুফ মোর্তুজা (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের কোটালীপাড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে স্থানীয় কৃষক রফিকুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সালিস বৈঠকে বসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

সালিস চলাকালে হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ছয়জন ব্যক্তি সেখানে পৌঁছান এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। বিষয়টি স্থানীয় লোকদের চোখে পড়লে তাঁরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা দেশি অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

এ সময় উত্তেজনা দেখা দিলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা হয় তাঁদের। খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। রাতে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের কাছে কিছু দেশি অস্ত্র ও ছয়টি ককটেল পাওয়া গিয়েছিল। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

দেশে ফিরলেন আওয়ামী লীগ নেতা, বিমানবন্দরে গ্রেপ্তার

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

চিকিৎসকের ছুরিকাঘাতে আহত তরুণ মারা গেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত