Ajker Patrika

বগুড়ায় চলন্ত প্রাইভেট কারে আগুন

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯: ০৯
বগুড়ায় চলন্ত প্রাইভেট কারে আগুন

বগুড়া সদর থানার সামনে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন ধরে। এতে চালক মাইনুর (৪০) আহত হয়েছেন। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। তবে আগুন নেভানোর পর গাড়ি থেকে এক কার্টন বিয়ার উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি শহরের সাতমাথা থেকে দত্তবাড়ির দিকে যাচ্ছিল। থানা রোডে সদর থানার সামনে হঠাৎ প্রাইভেট কারের পেছনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক বের হয় আসলেও তাঁর মুখমণ্ডল আংশিক পুড়ে যায়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, সদর থানার সামনে প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টন (২৪ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘আমরা আসার আগেই পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনার স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত