বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর থানার সামনে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন ধরে। এতে চালক মাইনুর (৪০) আহত হয়েছেন। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। তবে আগুন নেভানোর পর গাড়ি থেকে এক কার্টন বিয়ার উদ্ধার করে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাইভেট কারটি শহরের সাতমাথা থেকে দত্তবাড়ির দিকে যাচ্ছিল। থানা রোডে সদর থানার সামনে হঠাৎ প্রাইভেট কারের পেছনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক বের হয় আসলেও তাঁর মুখমণ্ডল আংশিক পুড়ে যায়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, সদর থানার সামনে প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টন (২৪ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘আমরা আসার আগেই পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনার স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।’
বগুড়া সদর থানার সামনে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন ধরে। এতে চালক মাইনুর (৪০) আহত হয়েছেন। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। তবে আগুন নেভানোর পর গাড়ি থেকে এক কার্টন বিয়ার উদ্ধার করে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রাইভেট কারটি শহরের সাতমাথা থেকে দত্তবাড়ির দিকে যাচ্ছিল। থানা রোডে সদর থানার সামনে হঠাৎ প্রাইভেট কারের পেছনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক বের হয় আসলেও তাঁর মুখমণ্ডল আংশিক পুড়ে যায়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, সদর থানার সামনে প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টন (২৪ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘আমরা আসার আগেই পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনার স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।’
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৩১ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৪০ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
১ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে