Ajker Patrika

বরজের সঙ্গে পুড়ল বিদেশে যাওয়ার স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়ার ভেড়ামারার যুবক হাবিবুর রহমান টিপু ভাগ্যের চাকা ঘোরাতে গড়ে তুলেছিলেন বরজ। আশা ছিল সাত বিঘা জমির পান বিক্রির টাকা দিয়ে পাড়ি দেবেন ইউরোপের দেশ পোল্যান্ডে। চার দিন পান বিক্রিও করেছিলেন। এখন সব শেষ। গত রোববারের অগ্নিকাণ্ডে টিপুর বরজের সঙ্গে পুড়ে গেছে বিদেশে যাওয়ার স্বপ্ন।

আগুনের কাছে অসহায় আত্মসমর্পণ করে এখন নির্বাক বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৃত সিরাজ প্রামাণিকের ছেলে টিপু। তাঁর মতোই ভাগ্য পুড়ে গেছে উপজেলার পাঁচটি গ্রামের বাসিন্দাদের। রোববার বেলা ১১টার দিকে রায়টা গ্রামের পাথরঘাটায় বরজে আগুনের সূত্রপাত হয়। হালকা বাতাস আর শুষ্ক মৌসুমের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে আগুন গিলে নেয় বরজ, ফসলি জমি, বসতবাড়ি, কলাবাগানসহ সবকিছু।

টিপু বলেন, ‘ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর ছিলাম। স্বপ্ন দেখেছিলাম আমি পোল্যান্ড যাব আর ছোট ভাইয়ের জন্য গ্রামেই মুদিদোকান করে দেব। সে লক্ষ্য নিয়েই পানের বরজ গড়ে তুলেছিলাম। কিন্তু আগুন কেড়ে নিয়েছে সবকিছু। ভয়াবহ আগুন ট্র্যাজেডিতে হাজার হাজার কৃষকের বরজের মতো আমার ৭ বিঘা জমির বরজও নিমেষে ছাই হয়ে গেছে। লেলিহান আগুনের কাছে পরাস্ত হয়েছি। দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত