Ajker Patrika

ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২২: ২৪
ছাত্র অধিকার পরিষদের ১৩ নেতা-কর্মীর ছাত্রসংসদে যোগদান

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে যোগ দিয়েছেন বগুড়ার ১৩ জন নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠনে যোগ দেন।

পদত্যাগ করে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জাকারিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মারুফ হোসেন তামিম, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌরব সরকার কাজল ও আজিজুল হক কলেজ শাখার যুগ্ম সদস্যসচিব আফ্রিদি হাসান। অনুষ্ঠানে সদ্য পদত্যাগকারী নেতাদের পাশাপাশি ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নতুনভাবে ছাত্রসংসদে যুক্ত হওয়া নেতা-কর্মীরা বলেন, ‘ছাত্র অধিকার পরিষদ একটি লেজুড়বৃত্তিক সংগঠন। সেখানে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ ছিল না। গণতান্ত্রিক ছাত্রসংসদ একটি স্বতন্ত্র সংগঠন, এখানে আমরা নেতৃত্ব ও গণতন্ত্রচর্চার সুযোগ পাব বলে আশা করি।’

গণতান্ত্রিক ছাত্রসংসদের বগুড়া জেলা সংগঠক এ এম জেড শাহরিয়ার নবাগতদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাঁরা ছাত্রসংসদে যোগ দিয়ে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটাবেন, এটিই আশা করি।’

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান পলাশ বলেন, ‘গুটিকয়েক নেতা-কর্মী অন্য দলে যোগ দিলেও সংগঠনের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে তাদের কিছু অবদান ছিল, সেটা আমরা স্বীকার করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত