ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী জংশন হয়ে চলাচলকারী সাতটি আন্তনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৫৬০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ২৬ হাজার ২৪০ টাকা আদায় করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী দুই যাত্রীর একজনকে সাত দিন এবং অপরজনকে এক দিনের কারাদণ্ড দেন।
শনিবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগে রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।
এ সময় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. মোর্শেদ আলম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম, সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ ছাড়াও রেলওয়ে টিটিই, টিসি, রেল পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করা যাত্রীবাহী ট্রেনগুলো হচ্ছে—আন্তনগর কমিউটার, সাগরদাঁড়ি, মধুমতি, কপোতাক্ষ, রূপসা, টুঙ্গিপাড়া ও সুন্দরবন এক্সপ্রেস।
এসব ট্রেনের মোট ৫৬০ যাত্রীর কাছ থেকে এই অর্থ আদায় করা হয় বলে শনিবার সন্ধ্যায় ফোনে জানান সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম।
অভিযান সম্পর্কে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন, ‘পাকশী বিভাগে ট্রেনে ভ্রমণকারীদের যাত্রীসেবা নিশ্চিত ও রেলের আয় বাড়ানোর জন্য বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।’
পাবনার ঈশ্বরদী জংশন হয়ে চলাচলকারী সাতটি আন্তনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৫৬০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ১ লাখ ২৬ হাজার ২৪০ টাকা আদায় করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী দুই যাত্রীর একজনকে সাত দিন এবং অপরজনকে এক দিনের কারাদণ্ড দেন।
শনিবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাকশী বিভাগে রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান।
এ সময় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মো. মোর্শেদ আলম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম, সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশীদ ছাড়াও রেলওয়ে টিটিই, টিসি, রেল পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করা যাত্রীবাহী ট্রেনগুলো হচ্ছে—আন্তনগর কমিউটার, সাগরদাঁড়ি, মধুমতি, কপোতাক্ষ, রূপসা, টুঙ্গিপাড়া ও সুন্দরবন এক্সপ্রেস।
এসব ট্রেনের মোট ৫৬০ যাত্রীর কাছ থেকে এই অর্থ আদায় করা হয় বলে শনিবার সন্ধ্যায় ফোনে জানান সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম।
অভিযান সম্পর্কে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন, ‘পাকশী বিভাগে ট্রেনে ভ্রমণকারীদের যাত্রীসেবা নিশ্চিত ও রেলের আয় বাড়ানোর জন্য বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।’
বগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
৮ মিনিট আগেএ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।
১৬ মিনিট আগেশরীয়তপুর সদর উপজেলায় পাঁচটি বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে প্রেমতলা বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে এসব বেকারিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এ জরিমানা করেন।
১৯ মিনিট আগে