Ajker Patrika

বগুড়ায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮: ৫৬
বিপুল মিয়া। ছবি: সংগৃহীত
বিপুল মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ব্যবস্থাপক বিপুল মিয়া (৪২) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলমাস আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ছয় বছর ধরে বগুড়া সদরের মাটিডালী এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিপুলকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় বিপুল মারা যান।

স্থানীয়রা জানায়, সানশাইন নামের ওই আবাসিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ম্যানেজার বিপুলকে ছুরিকাঘাতের ঘটনার পর হোটেলে তালা দিয়ে সবাই আত্মগোপনে চলে যান।

পুলিশের পরিদর্শক আলমাস আলী বলেন, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশেও কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। নিহত বিপুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত