আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে শ্বশুর বাড়ির উঠান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মেহের নিগার সোহাগী (২০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাইকুড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক এবং তাঁদের বাড়ি তালাবদ্ধ। এর আগে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে আজ শুক্রবার সকালে আদমদীঘি থানায় হত্যা মামলা করেছেন।
গৃহবধূর স্বজনেরা জানায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের নাদিম প্রামানিকের সঙ্গে সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মেহের নিগার সোহাগীর তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে সোহগীকে তাঁর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।
প্রতিবেশী সাগর আহমেদ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে আবারও সোহাগীকে তাঁর ননদ হোসনে আরা মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। এ কারণে সোহাগী অসুস্থ হয়ে পড়েন। গতকাল দুপুরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন প্রচার করে অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সেখান থেকে ফিরে তাঁদের বাড়ির উঠানে লাশ রেখে স্বামী ও স্বজনরা পালিয়ে যায়। এরপর সোহাগীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।
সোহাগীর মা নাজমা বিবি জানায়, তাঁর মেয়েকে ননদ ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক মাহাবুব রহমান বলেন, ‘ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আনা হয়েছিল। অবস্থার অবনতি দেখে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সোহাগীর শ্বশুর বাড়ি তালাবদ্ধ। সেখানে থাকা ৮-১০ জন পলাতক।
এ ঘটনায় ওই গৃহবধূ সোহাগীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।
বগুড়ার আদমদীঘিতে শ্বশুর বাড়ির উঠান থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মেহের নিগার সোহাগী (২০)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাইকুড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক এবং তাঁদের বাড়ি তালাবদ্ধ। এর আগে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে আজ শুক্রবার সকালে আদমদীঘি থানায় হত্যা মামলা করেছেন।
গৃহবধূর স্বজনেরা জানায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের নাদিম প্রামানিকের সঙ্গে সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মেহের নিগার সোহাগীর তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে সোহগীকে তাঁর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।
প্রতিবেশী সাগর আহমেদ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জের ধরে আবারও সোহাগীকে তাঁর ননদ হোসনে আরা মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। এ কারণে সোহাগী অসুস্থ হয়ে পড়েন। গতকাল দুপুরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন প্রচার করে অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
সেখান থেকে ফিরে তাঁদের বাড়ির উঠানে লাশ রেখে স্বামী ও স্বজনরা পালিয়ে যায়। এরপর সোহাগীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।
সোহাগীর মা নাজমা বিবি জানায়, তাঁর মেয়েকে ননদ ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক মাহাবুব রহমান বলেন, ‘ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আনা হয়েছিল। অবস্থার অবনতি দেখে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সোহাগীর শ্বশুর বাড়ি তালাবদ্ধ। সেখানে থাকা ৮-১০ জন পলাতক।
এ ঘটনায় ওই গৃহবধূ সোহাগীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।
নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন-সংলগ্ন করিমপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ঈশ্বরদী জিআরপি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
১ মিনিট আগেযশোরের ঝিকরগাছায় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আশাদুল হক আশা (৪০) নামের একজন বিএনপি কর্মী গুরুতর আহত হন। কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার ছেলের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে টাকা দাবির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
৩২ মিনিট আগে