Ajker Patrika

রাজশাহীতে ট্রেন চালুর প্রস্তুতি

প্রতিনিধি
Thumbnail image

রাজশাহী: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে গণপরিবহন। বন্ধ আছে ট্রেন চলাচলও। আগামী ২৯ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে। এজন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে শুরু হয়েছে প্রস্তুতি।

সোমবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্ম, স্টেশন ও ট্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। পরিচ্ছন্নতাকর্মীরা জানালেন, ট্রেন চলাচল শুরু হতে পারে ২৯ এপ্রিল থেকে। এজন্যই প্রস্তুতি শুরু হয়েছে। সকাল থেকেই ধোয়া-মোছার কাজ চলছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘২৯ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে। এ রকম প্রাথমিক একটা সিদ্ধান্ত আছে। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার বিষয়টা ঠিক করে বলা যাবে। তবে ট্রেন ছাড়ার জন্য তাঁরা তাঁদের প্রস্তুতি নিয়ে রাখছেন।’

আবদুল করিম জানান, চালু হলে অর্ধেক যাত্রী নিয়েই চলবে ট্রেন। আর সব টিকিটই ছাড়া হবে অনলাইনে। কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত