Ajker Patrika

ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী হলেন লালপুরের রবিউল আওয়াল

লালপুর (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) মো. রবিউল আওয়ালকে প্রধান প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি নতুন পদে দায়িত্ব নেন। রবিউল আওয়ালের গ্রামের বাড়ি নাটোরের লালপুরে। 

ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) একটি প্রতিষ্ঠান। 

গত মঙ্গলবার নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. এনামুল হক স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, নতুন পদে রবিউল আওয়ালের যোগদান করার তারিখ থেকে তিন বছরের জন্য চাকরির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। চাকরিবিধি ও চুক্তি অনুযায়ী বেতন-ভাতাসহ বিভিন্ন সুবিধা পাবেন তিনি। 

রবিউল আওয়াল ১৯৭৯ সালে ৩০ সেপ্টেম্বর নাটোরের লালপুর উপজেলার তিলোকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৭ সালে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৭ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগে ভর্তি হন এবং ২০০৩ সালে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

 ২০০৪ সালে বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানিতে সহকারী ব্যবস্থাপক তড়িৎ পদে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালে সহকারী প্রকৌশলী হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে যোগদানের মাধ্যমে বিদ্যুৎ সেক্টরে প্রবেশ করেন এবং ২০১৪ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত