Ajker Patrika

রাবির কৃষি অনুষদ ভবনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার, পরে নিষ্ক্রিয়

রাবি প্রতিনিধি: 
রাবির কৃষি অনুষদ ভবনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার, পরে নিষ্ক্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে বিষয়টি অবহিত করেন। পরে চন্দ্রিমা থানা–পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। 

কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান মনি বলেন, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা প্রথমে ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পান। পরে তাঁরা প্রক্টর দপ্তরকে অবহিত করে। কে বা কারা বস্তু দুটি রেখে গেছে তিনি জানেন না বলে জানান। 

কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে ককটেল সদৃশ বস্তু। ছবি: আজকের পত্রিকা নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘তথ্যটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের এক্সপার্টরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বিষয়টি জানতে পেরে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত