নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।
আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’
বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।
আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’
বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। হামলায় আহত প্রধান শিক্ষকের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন।
২৭ মিনিট আগেগত কয়েক দিনের টানা তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে বিপাকে পড়েছেন পোলট্রি খামারিরা। প্রচণ্ড গরমে মানবকুলের পাশাপাশি প্রাণিকুলেরও হাঁসফাঁস অবস্থা। বিভিন্ন খামারে মুরগি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে উপজেলার বেশ কয়েকটি ছোট-বড় পোলট্রি খামার ঘুরে দেখা গেছে, বড় খামারে বিদ্যুৎ লাইন
৩৮ মিনিট আগেরাজধানীর শাহবাগ মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত ৪টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়, ফলে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগে