নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।
আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’
বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।
আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’
বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৮ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে