বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী মসে সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।
জানা গেছে, ঘটনার পর স্বজনেরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্বামী মসে সরকার ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নারী বলেন, বেশ কিছুদিন থেকে জমি লিখে নেওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে নির্যাতন করছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে তাঁর স্বামী নিজ ঘরে ওড়না দিয়ে দুই হাত বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
একপর্যায়ে হাতুড়ি দিয়ে হাতের ওপর আঘাত করেন। পরে তিনি চিৎকার করলে তাঁর স্বামী আরও রেগে গিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।
পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। হাত ভেঙে গিয়েছে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।’
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।
আজ সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী মসে সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।
জানা গেছে, ঘটনার পর স্বজনেরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্বামী মসে সরকার ওই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী নারী বলেন, বেশ কিছুদিন থেকে জমি লিখে নেওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে নির্যাতন করছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে তাঁর স্বামী নিজ ঘরে ওড়না দিয়ে দুই হাত বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
একপর্যায়ে হাতুড়ি দিয়ে হাতের ওপর আঘাত করেন। পরে তিনি চিৎকার করলে তাঁর স্বামী আরও রেগে গিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।
পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। হাত ভেঙে গিয়েছে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।’
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। যে কেউ এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনী।
২ মিনিট আগেগাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১৯ মিনিট আগেবিমান দুর্ঘটনায় নিহত রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেছে নীলফামারী জেলা প্রশাসন। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়াস্থ পারববারিক কবরস্থানে যান প্রশাসনের কর্মকর্তারা।
২৫ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
৩৪ মিনিট আগে