Ajker Patrika

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুরের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার ঢুলিপাড়া গ্রামের দুঃখ আলীর ছেলে। 

ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কাউকে না জানিয়ে গতকাল রাতে ইব্রাহিম আলী সীমান্ত এলাকায় যায়। আজ সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি বিএসএফের গুলিতে ইব্রাহিম নিহত হয়েছেন। মরদেহ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে গেছেন। 

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক বলেন, আজমতপুর সীমান্ত পিলার ১৮২ /১-এস ও ১৮২ /২-এস এলাকায় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ এখনো বাংলাদেশে ফেরত আনা হয়নি। 

শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মুনিরুল ইসলাম বলেন, আমি মৃত্যুর খবর শুনেই ঘটনাস্থলে এসেছি। বিবিজির সঙ্গে কথা হয়েছে। আজ দুপুর দুইটার দিকে মরদেহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছিলেন তাঁরা। কিন্তু দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করলেও নিহতের মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ সদস্যরা। 

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে ফারুক নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই সময় বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল বকচর সীমান্তে কোনো গুলি বা কাউকে নির্যাতন করেননি তাঁরা। এরপর গত বছরের ১৬ আগস্ট জেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামের এক বাংলাদেশি রাখাল নিহত হন। 

এরও আগে ২০১৯ সালের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিশারত আলী বিশু (২৩) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেন বিএসএফ। একই বছরের ১১ জুলাই ওই উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাদ্দাম হোসেন পটল (২৫) ও রয়েল (২৭) নামে আরও দুই বাংলাদেশি প্রাণ হারান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত