আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
গ্রামের মধ্যে মধ্যরাতে চলছিল খিচুড়ি রান্না। রান্নার শেষ পর্যায়ে সেখানে হাজির হন বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। তাঁর নির্দেশে রান্না করা খাবারের মধ্যে ঢেলে দেওয়া হয় আবর্জনা।
অভিযোগ উঠেছে, এসি ল্যান্ড ফিরোজ হোসেনের নির্দেশে তাঁর গাড়ির চালক হযরত আলী খিচুড়ির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ আবর্জনা ছিটিয়ে দেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২১ মে। নির্বাচন উপলক্ষে এলাকায় টহল দিচ্ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। গতকাল রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের শ খানেক নারী-পুরুষ মিলে রান্না করছিলেন। এসি ল্যান্ড ফিরোজ হোসেন পাশ দিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখে গাড়ি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে গাড়ির চালককে রাস্তার আবর্জনা উঠিয়ে খিচুড়ির পাতিলে দেওয়ার নির্দেশ দেন। চালক সঙ্গে সঙ্গে রান্না করা খাবারের মধ্যে আবর্জনা ছিটিয়ে দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন বলেন, কোনো অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয়।
ওই গ্রামের মকলেছুর রহমান বলেন, এক পোয়া চাল আর ৫০ টাকা করে চাঁদা দিয়ে আমরা পিকনিকের আয়োজন করি। খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে হঠাৎ এসি ল্যান্ড এসে আমাদের জিজ্ঞেস করেন, কোনো প্রার্থী আমাদের খাওয়াচ্ছে কি না। আমরা পিকনিকের চাঁদার তালিকা তাঁকে দেখাই। এরপরও তাঁর নির্দেশে প্রথমে জ্বলন্ত চুলাতে পানি ঢেলে দেওয়া হয়। এরপর রান্না করা খিচুড়ির পাতিলের মধ্যে ছাগলের বিষ্ঠাসহ ময়লা-আবর্জনা ছিটিয়ে দেন এসি ল্যান্ডের চালক।
মকলেছুর ক্ষোভের সঙ্গে বলেন, ‘একজনের খাবার কীভাবে নষ্ট করে, তা আমি আমার জীবনে দেখিনি! এটা খুব অমানবিক কাজ করেছেন তিনি।’
একই কথা বলেন গ্রামের বাসিন্দা সুলতানা। তিনি বলেন, ‘আমরা চাঁদা তুলে পিকনিকের আয়োজন করে রান্না করছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা-আবর্জনা দিয়েছে। আমাদের সারা রাত না খেয়ে থাকতে হয়েছে। এটা ঠিক হয়নি।’
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোনকল ও এসএমএম পাঠালেও সাড়া দেননি সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
মোবাইল ফোনে ঘটনাটি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘নির্বাচন শেষ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
গ্রামের মধ্যে মধ্যরাতে চলছিল খিচুড়ি রান্না। রান্নার শেষ পর্যায়ে সেখানে হাজির হন বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। তাঁর নির্দেশে রান্না করা খাবারের মধ্যে ঢেলে দেওয়া হয় আবর্জনা।
অভিযোগ উঠেছে, এসি ল্যান্ড ফিরোজ হোসেনের নির্দেশে তাঁর গাড়ির চালক হযরত আলী খিচুড়ির মধ্যে ছাগলের বিষ্ঠাসহ আবর্জনা ছিটিয়ে দেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৯ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, আদমদীঘিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২১ মে। নির্বাচন উপলক্ষে এলাকায় টহল দিচ্ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। গতকাল রাতে সদর ইউনিয়নের কেশরতা গ্রামের শ খানেক নারী-পুরুষ মিলে রান্না করছিলেন। এসি ল্যান্ড ফিরোজ হোসেন পাশ দিয়ে যাওয়ার সময় অনেক লোকজন দেখে গাড়ি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে গাড়ির চালককে রাস্তার আবর্জনা উঠিয়ে খিচুড়ির পাতিলে দেওয়ার নির্দেশ দেন। চালক সঙ্গে সঙ্গে রান্না করা খাবারের মধ্যে আবর্জনা ছিটিয়ে দেন।
এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন বলেন, কোনো অন্যায় করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু রান্না করা খাবারের মধ্যে আবর্জনা দেওয়া মোটেও কাম্য নয়।
ওই গ্রামের মকলেছুর রহমান বলেন, এক পোয়া চাল আর ৫০ টাকা করে চাঁদা দিয়ে আমরা পিকনিকের আয়োজন করি। খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে হঠাৎ এসি ল্যান্ড এসে আমাদের জিজ্ঞেস করেন, কোনো প্রার্থী আমাদের খাওয়াচ্ছে কি না। আমরা পিকনিকের চাঁদার তালিকা তাঁকে দেখাই। এরপরও তাঁর নির্দেশে প্রথমে জ্বলন্ত চুলাতে পানি ঢেলে দেওয়া হয়। এরপর রান্না করা খিচুড়ির পাতিলের মধ্যে ছাগলের বিষ্ঠাসহ ময়লা-আবর্জনা ছিটিয়ে দেন এসি ল্যান্ডের চালক।
মকলেছুর ক্ষোভের সঙ্গে বলেন, ‘একজনের খাবার কীভাবে নষ্ট করে, তা আমি আমার জীবনে দেখিনি! এটা খুব অমানবিক কাজ করেছেন তিনি।’
একই কথা বলেন গ্রামের বাসিন্দা সুলতানা। তিনি বলেন, ‘আমরা চাঁদা তুলে পিকনিকের আয়োজন করে রান্না করছিলাম। কিন্তু খাবারের মধ্যে ময়লা-আবর্জনা দিয়েছে। আমাদের সারা রাত না খেয়ে থাকতে হয়েছে। এটা ঠিক হয়নি।’
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোনকল ও এসএমএম পাঠালেও সাড়া দেননি সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
মোবাইল ফোনে ঘটনাটি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘নির্বাচন শেষ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ) থেকে রামলাল রবিদাস (৭৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানের ১২ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেসোনামসজিদ স্থলবন্দরকে আন্তদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
১৫ মিনিট আগে২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু
১৮ মিনিট আগেভারতের শিলিগুড়িতে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার পাশাপাশি ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক নারী ও তাঁর তিন সন্তানকে এবং গভীর রাতে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে আরও পাঁচ নারীকে পুশ ইন করা হয়।
২২ মিনিট আগে