রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি অডিও রেকর্ড নিয়ে চলছে আলোচনার ঝড়। বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’—এমন কথা বলতে শোনা গেছে ওই অডিওতে।
জানা গেছে গতকাল সোমবার রাতে আব্বাস আলীর কোনো এক বৈঠকের কথোপকথন এটি। দুটি অডিও ক্লিপের একটি ১ মিনিট ৫১ সেকেন্ড এবং অন্যটি ১২ মিনিট ৩ সেকেন্ডের।
বিষয়টি নিয়ে জানার জন্য আজ মঙ্গলবার মেয়র আব্বাস আলীকে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে একটি সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, ওই অডিও ক্লিপ তাঁর নয়। বঙ্গবন্ধুর ম্যুরাল করতে দেওয়া হবে না বা করলে ‘পাপ হবে’—এ ধরনের কথা তিনি কাউকে বলেননি।
১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে শোনা যায়, আব্বাস আলী বলছেন, ‘হাইওয়েটাকে আমরা ডিজাইন করতে দিয়েছি। আমাদের যে অংশটা হাইওয়ে। সিটিগেট থেকে আমার অংশ। টোটালই একটা ফার্মকে দিয়েছি যে, তারা একদম বিদেশি স্টাইলে সাজায়ে দিবে ফুটপাত, সাইকেল লেন—টোটাল আমার অংশটা।’ কথার এই পর্যায়ে পাশে থেকে কেউ একজন যোগ করেন, ‘দুই পারে দুইটা গেট করার কথা আছে।’
তখন মেয়র বলেন, ‘একটু থাইমি গেছি গেটটা নিয়ে, একটু চেঞ্জ করতে হচ্ছে। যে ম্যুরালটা দিছে বঙ্গবন্ধুর, এটা ইসলামি শরিয়াহ মোতাবেক সঠিক না। এ জন্য আমি ওকে থুব না। সব করবো, যা কিছু আছে, খালি শেষ মাথাতে যেটা মাইন্ড করবে না ওড্যাই। আমি দেখতে পাছি, আমাকে যেভাবে বুঝ্যালো আমি দেখতে পাছি যে, ম্যুরালটি ঠিক হবে না দিলে। আমার পাপ হবে। তো কেন দিব? দিব না, আমি তো কানা লোক না আমাক বুঝাই দিছে।’
আব্বাস আলী বলেন, ‘যেভাবে বুঝাইছে তাতে আমার মুনে হইছে যে, ম্যুরালটা হইলে আমার ভুল হয়্যা যাবে। এ জন্য চেঞ্জ করছি। এই খবরটাও যদি আবার যায় তো আবার রাজনীতি শুরু হয়ে যাবে। ওই বঙ্গবন্ধুর ম্যুরাল দিত চাইয়া দিচ্ছে না! বঙ্গবন্ধুক খুশি করতে যাইয়া জায়গা নারাজ করব নাকি? এইডা লিয়েও রাজনীতি করবে কিন্তু আমি সিওর। তবে করলে কিছু করার নাই। মানুষেক সন্তুষ্ট করতে যাইয়া আল্লাক অসন্তুষ্ট করা যাবে না তো।’
১২ মিনিট ৩ সেকেন্ডের আরেকটি অডিও ক্লিপে স্থানীয় রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন মেয়র আব্বাস। একপর্যায়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ পাওয়া এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও কটূক্তি করতে শোনা গেছে। আছে অশ্লীল ভাষায় গালিগালাজও। কথার একপর্যায়ে আব্বাস আলী বলেন, তিনি কারও রাজনীতি করেন না। রাজনীতি করেন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর।
আব্বাস আলী কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। ২০১৫ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।
তাঁর এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে চাননি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি অডিও রেকর্ড নিয়ে চলছে আলোচনার ঝড়। বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’—এমন কথা বলতে শোনা গেছে ওই অডিওতে।
জানা গেছে গতকাল সোমবার রাতে আব্বাস আলীর কোনো এক বৈঠকের কথোপকথন এটি। দুটি অডিও ক্লিপের একটি ১ মিনিট ৫১ সেকেন্ড এবং অন্যটি ১২ মিনিট ৩ সেকেন্ডের।
বিষয়টি নিয়ে জানার জন্য আজ মঙ্গলবার মেয়র আব্বাস আলীকে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে একটি সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, ওই অডিও ক্লিপ তাঁর নয়। বঙ্গবন্ধুর ম্যুরাল করতে দেওয়া হবে না বা করলে ‘পাপ হবে’—এ ধরনের কথা তিনি কাউকে বলেননি।
১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপটিতে শোনা যায়, আব্বাস আলী বলছেন, ‘হাইওয়েটাকে আমরা ডিজাইন করতে দিয়েছি। আমাদের যে অংশটা হাইওয়ে। সিটিগেট থেকে আমার অংশ। টোটালই একটা ফার্মকে দিয়েছি যে, তারা একদম বিদেশি স্টাইলে সাজায়ে দিবে ফুটপাত, সাইকেল লেন—টোটাল আমার অংশটা।’ কথার এই পর্যায়ে পাশে থেকে কেউ একজন যোগ করেন, ‘দুই পারে দুইটা গেট করার কথা আছে।’
তখন মেয়র বলেন, ‘একটু থাইমি গেছি গেটটা নিয়ে, একটু চেঞ্জ করতে হচ্ছে। যে ম্যুরালটা দিছে বঙ্গবন্ধুর, এটা ইসলামি শরিয়াহ মোতাবেক সঠিক না। এ জন্য আমি ওকে থুব না। সব করবো, যা কিছু আছে, খালি শেষ মাথাতে যেটা মাইন্ড করবে না ওড্যাই। আমি দেখতে পাছি, আমাকে যেভাবে বুঝ্যালো আমি দেখতে পাছি যে, ম্যুরালটি ঠিক হবে না দিলে। আমার পাপ হবে। তো কেন দিব? দিব না, আমি তো কানা লোক না আমাক বুঝাই দিছে।’
আব্বাস আলী বলেন, ‘যেভাবে বুঝাইছে তাতে আমার মুনে হইছে যে, ম্যুরালটা হইলে আমার ভুল হয়্যা যাবে। এ জন্য চেঞ্জ করছি। এই খবরটাও যদি আবার যায় তো আবার রাজনীতি শুরু হয়ে যাবে। ওই বঙ্গবন্ধুর ম্যুরাল দিত চাইয়া দিচ্ছে না! বঙ্গবন্ধুক খুশি করতে যাইয়া জায়গা নারাজ করব নাকি? এইডা লিয়েও রাজনীতি করবে কিন্তু আমি সিওর। তবে করলে কিছু করার নাই। মানুষেক সন্তুষ্ট করতে যাইয়া আল্লাক অসন্তুষ্ট করা যাবে না তো।’
১২ মিনিট ৩ সেকেন্ডের আরেকটি অডিও ক্লিপে স্থানীয় রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন মেয়র আব্বাস। একপর্যায়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ পাওয়া এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও কটূক্তি করতে শোনা গেছে। আছে অশ্লীল ভাষায় গালিগালাজও। কথার একপর্যায়ে আব্বাস আলী বলেন, তিনি কারও রাজনীতি করেন না। রাজনীতি করেন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর।
আব্বাস আলী কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক। ২০১৫ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।
তাঁর এ ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে চাননি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।
চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
৫ মিনিট আগেনির্যাতনের শিকার রুজিনা বলেন, ‘মামা-মামি আমার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে দেননি। প্রতিদিন মারতেন। পিঠে ব্লেড ও দা দিয়ে জখম করেন। গরম খুনতি দিয়ে ছ্যাঁকা দিতেন। পায়ের আঙুলগুলো পুতা দিয়ে থেঁতলে দেন। পুতা, দা, ছুরিসহ নানা কিছু দিয়ে শরীরে আঘাত করতেন। দুই হাতে পেটানোর কারণে ফুলে গেছে। আমাকে ঠিকমতো...
১৪ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকস নামক একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
২০ মিনিট আগেজুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে থাকা তিন শিক্ষক ও একজন কর্মকর্তাকে গুরুদণ্ড দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান
২৫ মিনিট আগে