Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২১, ১১: ৫৫
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

রাজশাহী: রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার ইমান আলী (৩৫) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে রাজশাহীর পবা উপজেলার নতুন কসবা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

রাজশাহীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, ভোরে যশোর থেকে ধান নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবার কসবা নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ট্রাকের ভেতরে আটকে ছিলেন চালক।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। নিহত ব্যক্তির মরদেহটিও ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত