নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনো চাওয়া নেই। সাধ শুধু দেখা করার, একটু কথা বলার। সে জন্য একটি ব্যানার নিয়ে রাজশাহীতে সারা রাত বসে ছিলেন আফরোজা আক্তার (৪৫) নামের এক নারী।
আজ রোববার সকালে মাদ্রাসা ময়দানের জনসভায় ঢুকেছেন তিনি। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের।
জানা যায়, আফরোজা আক্তারের বাড়ি ঢাকার সাভারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার রাজশাহীতে এসেছেন। জনসভাস্থল মাদ্রাসা ময়দানের পাশে মাদ্রাসা ময়দানসংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে বসে থেকে শনিবার সারা রাত কাটিয়েছেন।
আফরোজা আক্তার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা নুরুল হোসেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। বাবার মুখে শুনেছেন বঙ্গবন্ধুর মহত্ত্বের কথা। কীভাবে তিনি দেশ স্বাধীন করেছেন, তাও শুনেছেন বাবার কাছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাও শোনা বাবার কাছেই। সেই থেকে বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন আফরোজার। এ জন্য ছুটে এসেছেন রাজশাহীতে।
আফরোজা আরও জানান, ১৯৯৩ সালে তিনি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী, তখন তাঁর বিয়ে হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও শ্বশুরবাড়ির সবাই বিএনপির সমর্থক। এ জন্য তিনি নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভালো নেই। এখন তাঁর দুই মেয়ে। টিউশনি করে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন আফরোজা। তাঁর বড় মেয়ে কলেজে পড়ে। ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণিতে।
আফরোজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। শুধু বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করতে চাই। একটু কথা বলতে চাই, এটাই চাওয়া। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়েছিলাম দেখা করতে। তখন দেখা হয়নি। এ জন্য এবার রাজশাহী চলে এসেছি। জনসভায় যদি কথা বলার সুযোগ হয়!’
প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনো চাওয়া নেই। সাধ শুধু দেখা করার, একটু কথা বলার। সে জন্য একটি ব্যানার নিয়ে রাজশাহীতে সারা রাত বসে ছিলেন আফরোজা আক্তার (৪৫) নামের এক নারী।
আজ রোববার সকালে মাদ্রাসা ময়দানের জনসভায় ঢুকেছেন তিনি। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের।
জানা যায়, আফরোজা আক্তারের বাড়ি ঢাকার সাভারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার রাজশাহীতে এসেছেন। জনসভাস্থল মাদ্রাসা ময়দানের পাশে মাদ্রাসা ময়দানসংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে বসে থেকে শনিবার সারা রাত কাটিয়েছেন।
আফরোজা আক্তার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা নুরুল হোসেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। বাবার মুখে শুনেছেন বঙ্গবন্ধুর মহত্ত্বের কথা। কীভাবে তিনি দেশ স্বাধীন করেছেন, তাও শুনেছেন বাবার কাছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাও শোনা বাবার কাছেই। সেই থেকে বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন আফরোজার। এ জন্য ছুটে এসেছেন রাজশাহীতে।
আফরোজা আরও জানান, ১৯৯৩ সালে তিনি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী, তখন তাঁর বিয়ে হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও শ্বশুরবাড়ির সবাই বিএনপির সমর্থক। এ জন্য তিনি নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভালো নেই। এখন তাঁর দুই মেয়ে। টিউশনি করে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন আফরোজা। তাঁর বড় মেয়ে কলেজে পড়ে। ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণিতে।
আফরোজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। শুধু বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করতে চাই। একটু কথা বলতে চাই, এটাই চাওয়া। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়েছিলাম দেখা করতে। তখন দেখা হয়নি। এ জন্য এবার রাজশাহী চলে এসেছি। জনসভায় যদি কথা বলার সুযোগ হয়!’
মামলার অভিযোগে বলা হয়, ২০ জুলাই রাত দেড়টার দিকে বাদীর শাহ আলী থানাধীন নিউ সি ব্লকের ১ নম্বর সেকশনের ২২ নম্বর রোডের ১১ নম্বর বাসায় পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাক পরা পুলিশ প্রবেশ করে। বাসার বিভিন্ন জিনিস তছনছ করে তারা বাদীর ছেলে শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি আসিফ সিকদারকে আটক করে
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের আদালতে জেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন ও বিএমএর নেতা ডা. গোলাম রাব্বানীর ওপর ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। এ সময় তোপের মুখে পড়েন আরও দুই আওয়ামী লীগের নেতা।
১১ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। অবরুদ্ধ কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।
২১ মিনিট আগে