Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬: ৪৮
সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের শ্রমিক রুবেল হোসেন (৩২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন পাবনার আটঘরিয়া শহরের উত্তরচক মহল্লার আবুল কাসেমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি বিদেশি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে রুবেল মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে রূপপুর প্রকল্পের কাজে পাকশী যাচ্ছিলেন। পথিমধ্যে নওদাপাড়া মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়ামুখী পণ্যবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রুবেল। স্থানীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত