Ajker Patrika

শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের রাকসু নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাবিতে ইউট্যাবের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
রাবিতে ইউট্যাবের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

উপ-উপাচার্যসহ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থিতা অযোগ্য ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ শুক্রবার রাবির জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও তিনটি দাবি তুলে ধরা হয়, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, রাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থায়ী পদক্ষেপ নিতে হবে। তা না হলে তাঁরা কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের রাবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলনের সময় সম্প্রতি তিন শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছিত হন। আসন্ন রাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী সালাহউদ্দিন আম্মার তাঁর অনুসারীদের নিয়ে এ ঘটনা ঘটান বলে অভিযোগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত