আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে