আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না পেয়ে পুকুরে বিষ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আরমান হোসেন। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন রায়কালী গ্রামে পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করছেন। এ জন্য কিছুদিন আগে আরমানসহ চার-পাঁচজন বেলালের কাছে চাঁদা দাবি করেন। কিন্তু তিনি চাঁদা দেননি। এর জেরে গত বুধবার রাতে বেলালের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় বেলাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে পুলিশ রাতেই রায়কালী বাজার থেকে আরমানকে গ্রেপ্তার করে।
বেলাল বলেন, ‘প্রথমে ধারণা করেছিলাম পূর্বশত্রুতার জেরে কেউ আমার দুটি পুকুরে বিষ দিয়েছে। পরে পুলিশের সহযোগিতায় বিষের বোতলের সূত্র ধরে এবং যেই দোকান থেকে ওই বোতলগুলো কেনা হয়েছে তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পূর্বে চাঁদা চাওয়া ব্যক্তিদের চিনতে পারি।’
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় পুকুরের মালিক বেলাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুকুরপাড়ে পাওয়া আলামতের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং যেই দোকান থেকে ওই বিষের বোতল কেনা হয়েছিল সেটির সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে এক নম্বর আসামি ও ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন’ চালুর দাবিতে পাটগ্রাম উপজেলায় চতুর্থ দিনের মতো রেলপথ অবরোধ চলছে। আগাম ঘোষণা দিয়ে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে ২১ এপ্রিল সকাল ৬টা থেকে লাগাতার এই অবরোধ চলছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে চারটি ট্রেনের চলাচল
৫ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সভারের রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধারকাজে সহায়তা করতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাতে বাধা দেয়। আজ বৃহস্পতিবার সাভারে দুর্ঘটনাস্থলে রানা প্লাজা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন এ মন্তব্য করেন
১৩ মিনিট আগেবাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ তাঁদের চার ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
১৬ মিনিট আগেজাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে কুমিল্লার লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ বস্তা চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার উপজেলার মোহাম্মদপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার রবিউল হোসেন রবুর চাচির ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ডিলারকে ছয়
১৮ মিনিট আগে