Ajker Patrika

আ. লীগ ছাড়া কারও কাছে দেশ নিরাপদ না: শাহরিয়ার কবির

নাটোর প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯: ১৫
আ. লীগ ছাড়া কারও কাছে দেশ নিরাপদ না: শাহরিয়ার কবির

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘আওয়ামী লীগ ছাড়া দেশ ও দেশের মানুষ অন্য কোনো দলের কাছে নিরাপদ নয়। এটা দেশের মানুষকে বুঝতে হবে। আবেগতাড়িত হয়ে দেশের শাসনভার সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর হাতে তুলে দিলে মানুষ বড় ভুল করবে।’ 

আজ রোববার শহরের নিচাবাজার চত্বরে এক শান্তি ও সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে শাহরিয়ার কবির বলেন, ‘একটি গোষ্ঠী সুষ্ঠু নির্বাচন চেয়ে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য নির্বাচন না হওয়া। যে কোনো উপায়ে একটি অনির্বাচিত গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে তাদের ওপর ভর করে নিজেদের ক্ষমতায় আনা। তাই তারা পাকিস্তান রাষ্ট্রে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার চায়। পাকিস্তানকে যারা অনুসরণ করে তারা ওই দেশের কর্মচারী। তাই ভবিষ্যতে পাকিস্তানের কর্মচারীদের ভোটে জিততে দেওয়া হবে না।’ 

পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা সম্পাদক মালেক শেখ, সদর উপজেলা সম্পাদক সাজেদুর রহমান সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোস্তাক আলী মুকুল, রফিকুল ইসলাম নান্টু, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা চিত্তরঞ্জন সাহা, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী পরিতোষ অধিকারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত