Ajker Patrika

আড়াই ঘণ্টা পর পদত্যাগে বাধ্য হলেন নবনিযুক্ত অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৫৪
আড়াই ঘণ্টা পর পদত্যাগে বাধ্য হলেন নবনিযুক্ত অধ্যক্ষ

শিক্ষার্থীদের আন্দোলনে দায়িত্ব নেওয়ার আড়াই ঘণ্টা পর পদত্যাগে বাধ্য হয়েছেন রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হক প্রামানিক। পরে সেনাবাহিনী ও বিজিবির প্রহরায় ক্যাম্পাস ছাড়েন তিনি। এর আগে আজ মঙ্গলবার প্রশাসন ভবনে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

এ সময় কলেজ উপাধ্যক্ষের কাছে দেওয়া পদত্যাগপত্রে ড. আনারুল হক লিখেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করিলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো।’ 

এর আগে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের দাবির মুখে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক পদত্যাগের পর ৯ সেপ্টেম্বর ড. আনারুল হক প্রামানিককে ওই পদে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়। 

অন্যদিকে শিক্ষার্থীরা তাকে মেনে না নিয়ে সাবেক সরকারের ‘দালাল’ অভিহিত করে আবারও আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি, সাবেক সরকারের ‘দালাল’ ড. আনারুল হক রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থাকাকালে আর্থিক কেলেঙ্কারিতে জড়ান। এ ঘটনায় ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনও (দুদক) মামলা করে। 

পরে রাজশাহী সিটির সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সুপারিশে তিনি শহীদ বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষের পদ বাগিয়ে নেন। তাই তারা বিতর্কিত এই শিক্ষককে অধ্যক্ষ মানবেন না বলে জানান। 

আন্দোলনের সমন্বয়কারী মহুয়া মৌ আজকের পত্রিকাকে বলেন, ‘ড. আনারুল হক অধ্যক্ষের পদে যোগ দিতে আসবেন শুনে আমরা প্রশাসন ভবনে তালা দিই। পরে তিনি পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ছাত্রদল ও শিক্ষকদের একাংশকে নিয়ে এসে প্রশাসন ভবনে ঢোকেন। এ সময় আমরা প্রতিবাদ করি এবং তার পদত্যাগের দাবিতে অনড় থাকি। শেষ পর্যন্ত তিনি পদত্যাগে বাধ্য হন।’ 

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই কলেজের আমাদের একজন ভাই শহীদ হয়েছেন। এই কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে কমতি রাখেনি। এ রকম পবিত্র ক্যাম্পাসে তার মতো ব্যক্তি কেন এলেন, এটি আমাদের প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আমরা মন্ত্রণালয়ে আবার স্মারকলিপি পাঠাব, যেন নিরপেক্ষ এবং সৎ একজনকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।’ 

এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. আনারুল হক প্রামানিক আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে আমি পদত্যাগপত্র লিখে দিয়েছি। কাউকে অ্যাড্রেস না করে কথাগুলো লিখে দিয়েছি। এখন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। যেখানে পদায়ন করবে সেখানে চাকরি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত