Ajker Patrika

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ১২: ৩৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শুভগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছে।

নিহতের নাম তানভীর (১৭)। সে শাজাহানপুর উপজেলার বামুনিয়া বারআনজুল গ্রামের শামীমের ছেলে। এ ঘটনায় আহতরা হলো মাসুদ রানার ছেলে সানোয়ার সামী (১৭) ও আবু মুসার ছেলে হজরত আলী (১৫)।

জানা গেছে, তানভীর ও সামী দুজনই শাজাহানপুরের আড়িয়া রহিমাবাদ উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে তারা মোটরসাইকেল নিয়ে শেরপুরের গজারিয়া এলাকায় ঘুরতে এসে রাতে বাড়ি ফিরছিল। এ সময় বাইসাইকেলচালক হজরত আলী তার বাবাকে খাবার দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় শুভগাছা মোড়ে মোটরসাইকেলটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় তানভীরের মৃত্যু হয়। অপর দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত