Ajker Patrika

রাজশাহী-২: এক বাদশার অভিযোগে আরেক বাদশাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৩
রাজশাহী-২: এক বাদশার অভিযোগে আরেক বাদশাকে শোকজ

রাজশাহী-২ (সদর) আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। 

আজ শুক্রবার এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ কুমার বসাক তাঁকে কারণ দর্শানোর এই নোটিশ দেন।

এতে বলা হয়, ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটের মাঠে শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ ও দলের সভানেত্রী মনোনীত প্রার্থী হিসেবে নিজেকে দাবি করছেন। এ ছাড়া তিনি ফজলে হোসেন বাদশার ব্যানার-পোস্টারের ওপরে নিজের ব্যানার-পোস্টার লাগিয়েছেন।

এসব অভিযোগ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাই শফিকুর রহমান বাদশার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে না, তা ৩১ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রতিনিধির মাধ্যমে জানাতে বলা হয়েছে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা নির্ধারিত দিনে প্রতিনিধির মাধ্যমে আদালতে কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত