Ajker Patrika

সাবেক এমপি এনামুল হক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০০
সাবেক এমপি এনামুল হক কারাগারে

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আমান উল্লাহ জানান, এনামুল হককে গত ৫ আগস্ট বাগমারা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। 

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 

তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। 

১৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। এনামুল হক ঋণের নামে ব্যাংক থেকে বিপুল টাকা সরিয়েছেন বলে অভিযোগ আছে। তাঁর ব্যাপারে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত