Ajker Patrika

রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৫: ১৬
রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তাঁরা। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সম্পাদক সেকেন্দার আলী লিখিত বক্তব্য পড়েন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পর্ষদের নিষ্ক্রিয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

সেকেন্দার আলী আরও বলেন, প্রায় ২০ বছর ধরে তফসিল ঘোষণা হলেও কখনো চেম্বারের নির্বাচন হয় না। প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হয় না। তাই ভোট গ্রহণও হয় না। সব সময় অনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করেছে। এবার তাঁরা নির্বাচন চান। এ জন্য গত ১০ সেপ্টেম্বর তাঁরা বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে তাঁরা আবার ধারাবাহিক কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এ সময় রাজশাহীর ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত