Ajker Patrika

বগুড়া আ.লীগ সভাপতির স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭: ৪২
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (৫০)। ছবি: সংগৃহীত
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (৫০)। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০) শেরপুর থানায় এ লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে তদন্তে নেমেছে শেরপুর থানা-পুলিশ। অভিযুক্তরা হলেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (৫০) ও তাঁর ভাই শেখ রায়হান (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী ও তাঁর স্বামী গোলাম মোস্তফা একজন ধান-চাল ব্যবসায়ী। কয়েক মাস আগে মোস্তফা উপজেলার খন্দকারটোলা এলাকায় কিছু জায়গা বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে চাঁদার জন্য শিল্পী বেগম ও তাঁর ভাই শেখ রায়হান তাঁকে চাপ সৃষ্টি করেন। চাঁদা না দিলে মোস্তফাকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে বাদী ও তাঁর স্বামী মোস্তাক গত ১০ এপ্রিল তারিখে পৌর শহরের টাউন কলোনি এলাকায় শিল্পী বেগমের বাড়িতে গিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আসেন। এ সময় বিবাদীরা ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। কোথাও প্রকাশ করা হলে মেরে ফেলার হুমকি দেন।

অভিযোগকারী ইসরাত জাহান বলেন, ‘দলীয় প্রভাবে সংসদ সদস্যের স্ত্রী শিল্পী বেগম ও তার ভাই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। নিজেদের সম্পত্তি বিক্রি করার জন্যও তাদের চাঁদা দিতে হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আমি তাদের কাছে একাধিকবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

অভিযুক্ত শিল্পী রহমান বলেন, ‘আমি তাদের দুজনকে চিনি না। তাই চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না। আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত