শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০) শেরপুর থানায় এ লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে তদন্তে নেমেছে শেরপুর থানা-পুলিশ। অভিযুক্তরা হলেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (৫০) ও তাঁর ভাই শেখ রায়হান (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী ও তাঁর স্বামী গোলাম মোস্তফা একজন ধান-চাল ব্যবসায়ী। কয়েক মাস আগে মোস্তফা উপজেলার খন্দকারটোলা এলাকায় কিছু জায়গা বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে চাঁদার জন্য শিল্পী বেগম ও তাঁর ভাই শেখ রায়হান তাঁকে চাপ সৃষ্টি করেন। চাঁদা না দিলে মোস্তফাকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে বাদী ও তাঁর স্বামী মোস্তাক গত ১০ এপ্রিল তারিখে পৌর শহরের টাউন কলোনি এলাকায় শিল্পী বেগমের বাড়িতে গিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আসেন। এ সময় বিবাদীরা ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। কোথাও প্রকাশ করা হলে মেরে ফেলার হুমকি দেন।
অভিযোগকারী ইসরাত জাহান বলেন, ‘দলীয় প্রভাবে সংসদ সদস্যের স্ত্রী শিল্পী বেগম ও তার ভাই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। নিজেদের সম্পত্তি বিক্রি করার জন্যও তাদের চাঁদা দিতে হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আমি তাদের কাছে একাধিকবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
অভিযুক্ত শিল্পী রহমান বলেন, ‘আমি তাদের দুজনকে চিনি না। তাই চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না। আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক নারী। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার গোলাম মোস্তফার স্ত্রী ইসরাত জাহান (৪০) শেরপুর থানায় এ লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে তদন্তে নেমেছে শেরপুর থানা-পুলিশ। অভিযুক্তরা হলেন বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর স্ত্রী শিল্পী বেগম (৫০) ও তাঁর ভাই শেখ রায়হান (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী ও তাঁর স্বামী গোলাম মোস্তফা একজন ধান-চাল ব্যবসায়ী। কয়েক মাস আগে মোস্তফা উপজেলার খন্দকারটোলা এলাকায় কিছু জায়গা বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে চাঁদার জন্য শিল্পী বেগম ও তাঁর ভাই শেখ রায়হান তাঁকে চাপ সৃষ্টি করেন। চাঁদা না দিলে মোস্তফাকে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে বাদী ও তাঁর স্বামী মোস্তাক গত ১০ এপ্রিল তারিখে পৌর শহরের টাউন কলোনি এলাকায় শিল্পী বেগমের বাড়িতে গিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আসেন। এ সময় বিবাদীরা ঘটনাটি গোপন রাখার জন্য বলেন। কোথাও প্রকাশ করা হলে মেরে ফেলার হুমকি দেন।
অভিযোগকারী ইসরাত জাহান বলেন, ‘দলীয় প্রভাবে সংসদ সদস্যের স্ত্রী শিল্পী বেগম ও তার ভাই এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। নিজেদের সম্পত্তি বিক্রি করার জন্যও তাদের চাঁদা দিতে হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আমি তাদের কাছে একাধিকবার টাকা ফেরত চেয়েছি। কিন্তু তারা কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
অভিযুক্ত শিল্পী রহমান বলেন, ‘আমি তাদের দুজনকে চিনি না। তাই চাঁদা নেওয়ার প্রশ্নই উঠে না। আমাকে হয়রানি করার জন্য থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনার বাতাস গতকাল দুপুর থেকে ভারী হয়ে ওঠে কান্নায়। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি হায়দার আলী ভবনের প্রধান ফটকে পড়ে বিধ্বস্ত হতেই বেমালুম পাল্টে যায় শিক্ষাঙ্গনের প্রাণচঞ্চল পরিবেশ। বিস্ফোরণের বিকট শব্দে বিমূঢ় হয়ে পড়ে শিক্ষার্থীসহ সবাই। শুরু হয় দৌড়াদৌড়ি, আর্তনাদ।
৩ মিনিট আগেগত বছর জুলাই আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল আইনুন নাহারের ছোট মেয়ে নাঈমা সুলতানা। সেই ঘটনার এক বছর পর বড় মেয়ে তাসপিয়া সুলতানা গতকাল সোমবারে বেঁচে গেল অল্পের জন্য। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানটি যখন আছড়ে পড়ে, তার কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে...
৮ মিনিট আগে‘আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসি। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছন ফিরে তাকিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তা-ও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে। কী ঘটনা হয়েছে, তা জানতে স্বাভাবিকভাবে যাই ওইখানে। পরে দেখি, অনেকে খুব মারাত্মক আহত হয়েছে।
১২ মিনিট আগেদিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
১ ঘণ্টা আগে