বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন।
‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর।
এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন।
‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর।
এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ভাবছেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সামনে দীর্ঘ পথ, দীর্ঘ লড়াই। সেই পথে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।’
৫ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে তিন বছর আগে মিথ্যা ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট আমদানির ঘটনায় একটি ব্যাগ ও লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ভারতীয় চার কর্মকর্তাকে আসামি করে মামলা করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তদন্তে ওই আমদানির সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহত
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগেরাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
১ ঘণ্টা আগে