নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে মুরাদ হোসেন নামের এক বেসরকারি সংস্থার কর্মী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। মুরাদ জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামের বাসিন্দা।
যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই এসআইয়ের নাম আবদুর রহিম। সংবাদ সম্মেলনে মুরাদ বলেন, তুলে নেওয়ার পর মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এসআই রহিম তাঁর কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা আদায় করেছেন। গত ২৮ জুলাই বিকেলে দুর্গাপুরের মোহনগঞ্জ বাজার থেকে তুলে নেওয়া হয় তাঁকে। সাদা পোশাকে এসআই রহিমসহ ছয়জন ছিলেন। সেদিন তুলে তাঁকে এলাকার একটি নির্জন পুকুর পাড়ে নেওয়া হয়।
মুরাদ বলেন, ‘রহিম প্রথমে আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। বাঁচার জন্য আমি আমার বাবাকে ফোন করি। তিনি ২ লাখ ৪৬ হাজার টাকা এনে এসআই রহিমকে দেন। এরপর আমি দুই দফা জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাইনি।’
মুরাদ হোসেন আরও বলেন, ‘লিখিত অভিযোগ করার কারণে এসআই রহিম এখন আবার আমাকে মাদকের মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।’ সংবাদ সম্মেলন থেকে এসআই আবদুর রহিমসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুরাদ।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই আবদুর রহিম বলেন, ‘মুরাদ আমার নামে অনেক জায়গায় অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত হলে সত্য-মিথ্যা জানতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে মুরাদ হোসেন নামের এক বেসরকারি সংস্থার কর্মী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। মুরাদ জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামের বাসিন্দা।
যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই এসআইয়ের নাম আবদুর রহিম। সংবাদ সম্মেলনে মুরাদ বলেন, তুলে নেওয়ার পর মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এসআই রহিম তাঁর কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা আদায় করেছেন। গত ২৮ জুলাই বিকেলে দুর্গাপুরের মোহনগঞ্জ বাজার থেকে তুলে নেওয়া হয় তাঁকে। সাদা পোশাকে এসআই রহিমসহ ছয়জন ছিলেন। সেদিন তুলে তাঁকে এলাকার একটি নির্জন পুকুর পাড়ে নেওয়া হয়।
মুরাদ বলেন, ‘রহিম প্রথমে আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। বাঁচার জন্য আমি আমার বাবাকে ফোন করি। তিনি ২ লাখ ৪৬ হাজার টাকা এনে এসআই রহিমকে দেন। এরপর আমি দুই দফা জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাইনি।’
মুরাদ হোসেন আরও বলেন, ‘লিখিত অভিযোগ করার কারণে এসআই রহিম এখন আবার আমাকে মাদকের মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।’ সংবাদ সম্মেলন থেকে এসআই আবদুর রহিমসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুরাদ।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই আবদুর রহিম বলেন, ‘মুরাদ আমার নামে অনেক জায়গায় অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত হলে সত্য-মিথ্যা জানতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরের কালকিনিতে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকার মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেরাঙামাটি জেলা কারাগারে বীর বাহাদুর (২৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগার থেকে সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থগিত হওয়া ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে এই কনসার্ট। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির সাবেক সমন্বয় সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘অনেক চেষ্ট
১৭ মিনিট আগেচাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ ব্যাগ সিমেন্টসহ লাইটার জাহাজ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে