Ajker Patrika

কোটা আন্দোলনে বের হলে আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮: ৫২
Thumbnail image

কোটা আন্দোলনে বের হলে আইন নিজ হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল ইসলাম। গতকাল রোববার নিজের ফেসবুক আইডিতে এমন ঘোষণা দেন তিনি। তবে পরে সমালোচনার মুখে আজ সোমবার পোস্টটি তিনি ডিলিট করেন।

মুকুল ইসলাম ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘বগুড়ায় যদি কোটা আন্দোলনের জন্য কোথাও বের হয়, তাহলে আমি আইন নিজের হাতে তুলে নিব। বি.দ্র. আমাকে সবাই তথ্য দিয়ে সহযোগিতা করবেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আজ সকালে আজকের পত্রিকাকে মুকুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বিভিন্নজন কোটা আন্দোলনকারীদের সম্পর্কে আমাকে তথ্য দেওয়া শুরু করে।’ ঘোষণাটি সাংগঠনিক কি না জানতে চাইলে মুকুল ইসলাম বলেন, ‘এটা আমার ব্যক্তিগত উদ্যোগ।’ তবে বেলা ১১টার দিকে ফেসবুক থেকে তিনি পোস্টটি ডিলিট করেন। এ বিষয়ে জানতে পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।

মুকুল ইসলামের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীতবগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় এ প্রসঙ্গে বলেন, ‘মুকুল ইসলাম এ ধরনের ঘোষণা দিয়ে থাকলে সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে কোনো নাগরিক আইন নিজ হাতে তুলে নেওয়ার ঘোষণা দিতে পারেন না।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত