নিজস্ব প্রতিবেদক ও বাঘা (রাজশাহী) প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হককে শোকজ করা হয়েছে। একই ঘটনায় বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে শোকজ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাহেনুল, লাভলু ও আকাশকে পৃথক শোকজ নোটিশ পাঠান রাজশাহী-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা আগামী ১৭ ডিসেম্বর নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে তিনজনকেই নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক গত ১১ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাঘার তেতুলিয়া বাজারে জনসংযোগ ও পথসভা করেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। একই জনসংযোগে বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু সরকারি গাড়ি ব্যবহার করেন, যা আচরণবিধির লঙ্ঘন। এ ছাড়া বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীও সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন। লিখিত অভিযোগ ও সামাজিক মাধ্যমে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে।
বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি নিজেও একজন আইনের মানুষ। বিধি-বিধান সম্পর্কে অবগত। যেদিনের কথা বলা হয়েছে সেদিন আমরা সরকারি গাড়ি ব্যবহার করিনি। একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। আর প্রতীক বরাদ্দের আগে যেহেতু ভোট চাওয়া যাবে না, তাই আমরা ভোট চাইনি। শুধু শুভেচ্ছা বিনিময় করেছি। নির্ধারিত দিনে শোকজ নোটিশের জবাব দেওয়া হবে।’
রাহেনুল হকের নির্বাচনী সভা করার বিষয়ে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মাহামুদুল হাসান সৈকত ১২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক বলেন, ‘এ বিষয়ে আমি একটি চিঠি পেয়েছি। তেতুলিয়ায় রাস্তা বন্ধ করে কোনো পথসভা করা হয়নি। আমার প্রতিপক্ষরা যড়যন্ত্র করে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। তবে এ বিষয়ে বিধি মোতাবেক জবাব দেব।
রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য রাহেনুল হক। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভোটের ডামাডোল শুরু হওয়ার পর থেকে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হককে শোকজ করা হয়েছে। একই ঘটনায় বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীকে শোকজ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাহেনুল, লাভলু ও আকাশকে পৃথক শোকজ নোটিশ পাঠান রাজশাহী-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা আগামী ১৭ ডিসেম্বর নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে তিনজনকেই নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক গত ১১ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাঘার তেতুলিয়া বাজারে জনসংযোগ ও পথসভা করেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। একই জনসংযোগে বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু সরকারি গাড়ি ব্যবহার করেন, যা আচরণবিধির লঙ্ঘন। এ ছাড়া বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীও সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন। লিখিত অভিযোগ ও সামাজিক মাধ্যমে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে।
বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি নিজেও একজন আইনের মানুষ। বিধি-বিধান সম্পর্কে অবগত। যেদিনের কথা বলা হয়েছে সেদিন আমরা সরকারি গাড়ি ব্যবহার করিনি। একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। আর প্রতীক বরাদ্দের আগে যেহেতু ভোট চাওয়া যাবে না, তাই আমরা ভোট চাইনি। শুধু শুভেচ্ছা বিনিময় করেছি। নির্ধারিত দিনে শোকজ নোটিশের জবাব দেওয়া হবে।’
রাহেনুল হকের নির্বাচনী সভা করার বিষয়ে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মাহামুদুল হাসান সৈকত ১২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক বলেন, ‘এ বিষয়ে আমি একটি চিঠি পেয়েছি। তেতুলিয়ায় রাস্তা বন্ধ করে কোনো পথসভা করা হয়নি। আমার প্রতিপক্ষরা যড়যন্ত্র করে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। তবে এ বিষয়ে বিধি মোতাবেক জবাব দেব।
রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য রাহেনুল হক। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভোটের ডামাডোল শুরু হওয়ার পর থেকে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে।
যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
৭ মিনিট আগেগণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে (হৃদ্রোগ) যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫) মারা গেছেন। তিনি উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
১১ মিনিট আগেখুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
২৬ মিনিট আগে