Ajker Patrika

শেরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে রিয়াদ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের টাউন কলোনি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিয়াদ শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। সে জেলার শাহজাহানপুর উপজেলার সোনাকানিয়া এলাকার রহিদুজ্জামান ও রোকসানা বেগম দম্পতির ছেলে।

রিয়াদের পরিবারের লোকজন জানান, রিয়াদের লেখাপড়ার জন্য তার পরিবার শেরপুর পৌর শহরের টাউন কলোনি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সঙ্গে তার চাচা-চাচিও থাকতেন। স্কুল ছুটি থাকায় গতকাল বুধবার মা-বাবাসহ রিয়াদ এক আত্মীয়র বাড়িতে যায়। রাতে সে বাসায় ফিরে ঘুমানোর জন্য ঘরে ঢোকে। আজ সকালে তার চাচি ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে রিয়াদের বাবাকে ফোন করে বিষয়টি জানান তিনি। সকাল ১১টায় তার মামা এসে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় রিয়াদের লাশ ঝুলছে।

রিয়াদের মামা শিহাব উদ্দিন বলেন, ‘আমার ভাগনে মোবাইল ফোনে আসক্ত ছিল। এ জন্য তার মা-বাবা বকাঝকা করতেন। এ কারণে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে সে।’ 

শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছম্মাক হোসেন বলেন, ‘রিয়াদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুপুরে রিয়াদের বাবা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত