Ajker Patrika

সোমবার রাবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৯: ১৫
সোমবার রাবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে আগামীকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠান হবে। 

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রদীপ কুমার পাণ্ডে জানান, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৯৬ জনকে অগ্রণী ব্যাংক থেকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের ৫ জনকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের ২ জন শিক্ষার্থীকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ দেওয়া হবে। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক এবং অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত থাকবেন। 

এদিন সকাল সাড়ে ৮টায় স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হবে। সকাল ১০টার দিকে পদক প্রদান শেষে বেলা সাড়ে ১১টা থেকে অতিথিরা বক্তব্য দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

নূর ধান-২: এক চালেই হবে ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত