তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌর এলাকায় প্রেমিকার বাড়িতে মারুফ (১৯) নামের প্রেমিককে আটকে রাখা হয়েছে। মারুফের পরিবার ওই তরুণী সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তিন দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ভক্তিপুর গ্রামে।
আজ শুক্রবার বেলা ৪টা পর্যন্ত ঘটনাটি আপস মীমাংসার নামে স্থানীয় দুই কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান এবং যুবলীগ নেতা টুটুল প্রেমিক-প্রেমিকার পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের পাশাপাশি দফায় দফায় বৈঠক করেছেন।
মারুফ একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর একটি কলেজে লেখাপড়া করেন।
শুক্রবার দুপুরে ভক্তিপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রেমিক মারুফকে দেখতে গ্রামের উৎসুক লোকজন ভিড় করে আছেন।
এ সময় আটক মারুফ ঘরের জানালা দিয়ে বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেম চলছে। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমি রাজশাহীতে পড়ালেখা করি। পাশের আকচা স্কুল সংলগ্ন বানিয়ালপাড়া গ্রামে আমার নানার বাড়ি।’
মারুফ আরও বলেন, ‘আমি গত বুধবারে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে প্রেমিকার সাথে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে তুলে এনে আমাকে আটকে রাখা হয়েছে। আমার সামনে এইচএসসি পরীক্ষা। আমাদের কথা হয়ে আছে পরীক্ষার পরপর অবশ্যই আমার এ প্রেমিকাকে বিয়ে করব। তবু প্রেমিকার পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছাড়াও কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে ধরে এনে আটক রেখেছে।’
এ সময় তরুণীর পরিবারের একাধিক নারী বলেন, মারুফকে আদর যত্নে রাখা হয়েছে। আমাদের মেয়েকে বিয়ে করলেই কেবল তাঁকে ছেড়ে দেওয়া হবে এমন কথা বলে দিয়েছেন কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান। তবে এখন পর্যন্ত প্রেমিক মারুফের পরিবার থেকে বিয়েতে সম্মতি দেননি বলেও জানান তারা।
এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর মুনজুর রহমান বলছেন, ‘বিয়ে দেওয়ার জন্য প্যানেল মেয়র আরব আলী ও যুবলীগ নেতা টুটুলসহ আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি। ঘটনাটি যেন বেশি দূর না গড়ায় সে জন্যে টুটুলকে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য টাকাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তাঁদের খবরই নেই।’
কিন্তু তিন দিন ধরে এভাবে ওই যুবককে আটকে রাখতে পারেন কিনা এ প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিষয়টি তানোর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আরব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় বিয়ের আয়োজন করা যাচ্ছে না। আবার ওই ছেলের সঙ্গে ওই তরুণীর বিয়ে না হলে প্রেমিকা তরুণী আত্মহত্যা করবে বলেও তাঁকে জানিয়ে দিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, তাঁর বদলি হয়েছে। আজ সন্ধ্যাই নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দিলে পুলিশ সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে।
রাজশাহীর তানোর পৌর এলাকায় প্রেমিকার বাড়িতে মারুফ (১৯) নামের প্রেমিককে আটকে রাখা হয়েছে। মারুফের পরিবার ওই তরুণী সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তিন দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ভক্তিপুর গ্রামে।
আজ শুক্রবার বেলা ৪টা পর্যন্ত ঘটনাটি আপস মীমাংসার নামে স্থানীয় দুই কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান এবং যুবলীগ নেতা টুটুল প্রেমিক-প্রেমিকার পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের পাশাপাশি দফায় দফায় বৈঠক করেছেন।
মারুফ একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর একটি কলেজে লেখাপড়া করেন।
শুক্রবার দুপুরে ভক্তিপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রেমিক মারুফকে দেখতে গ্রামের উৎসুক লোকজন ভিড় করে আছেন।
এ সময় আটক মারুফ ঘরের জানালা দিয়ে বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেম চলছে। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমি রাজশাহীতে পড়ালেখা করি। পাশের আকচা স্কুল সংলগ্ন বানিয়ালপাড়া গ্রামে আমার নানার বাড়ি।’
মারুফ আরও বলেন, ‘আমি গত বুধবারে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে প্রেমিকার সাথে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে তুলে এনে আমাকে আটকে রাখা হয়েছে। আমার সামনে এইচএসসি পরীক্ষা। আমাদের কথা হয়ে আছে পরীক্ষার পরপর অবশ্যই আমার এ প্রেমিকাকে বিয়ে করব। তবু প্রেমিকার পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছাড়াও কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে ধরে এনে আটক রেখেছে।’
এ সময় তরুণীর পরিবারের একাধিক নারী বলেন, মারুফকে আদর যত্নে রাখা হয়েছে। আমাদের মেয়েকে বিয়ে করলেই কেবল তাঁকে ছেড়ে দেওয়া হবে এমন কথা বলে দিয়েছেন কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান। তবে এখন পর্যন্ত প্রেমিক মারুফের পরিবার থেকে বিয়েতে সম্মতি দেননি বলেও জানান তারা।
এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর মুনজুর রহমান বলছেন, ‘বিয়ে দেওয়ার জন্য প্যানেল মেয়র আরব আলী ও যুবলীগ নেতা টুটুলসহ আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি। ঘটনাটি যেন বেশি দূর না গড়ায় সে জন্যে টুটুলকে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য টাকাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তাঁদের খবরই নেই।’
কিন্তু তিন দিন ধরে এভাবে ওই যুবককে আটকে রাখতে পারেন কিনা এ প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিষয়টি তানোর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আরব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় বিয়ের আয়োজন করা যাচ্ছে না। আবার ওই ছেলের সঙ্গে ওই তরুণীর বিয়ে না হলে প্রেমিকা তরুণী আত্মহত্যা করবে বলেও তাঁকে জানিয়ে দিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, তাঁর বদলি হয়েছে। আজ সন্ধ্যাই নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দিলে পুলিশ সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে।
সাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১৫ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট-টাই, গায়ে কালো গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে একত্র সবাই। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকে ছবি তুলছেন। কেউ নিজের গাউন খুলে মা-বাবাকে পরিয়ে দিচ্ছেন, কেউবা ছোট্ট শিশুর...
১৮ মিনিট আগেসিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেআসামিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট বিলি, সমাবেশে বক্তব্য, সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দেন।
৩৫ মিনিট আগে