Ajker Patrika

শাজাহানপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫: ৪৪
শাজাহানপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারচালক মিনহাজ উদ্দিন (৩২) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নিজেই প্রাইভেট কারের মালিক। রাজশাহী থেকে নিজেই চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আব্দুর রহমান বলেন, ‘ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে বাজেভাবে সংঘর্ষ হয়েছে। তাতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। প্রাইভেট কারটি কেটে আমরা চালকের লাশ বের করে আনি।’

বগুড়া নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাইভেট কারের মালিক মিনহাজ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাজশাহী থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই মিনহাজ নিহত হন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত