বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বাস ডাকাতির পর দুই যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গাজীপুরের চান্দুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনে এ ঘটনা ঘটে।
বাসযাত্রী মজনু আকন্দ জানান, রাত ১০টার দিকে বাসটি গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পরই আটজন ডাকাত দেশীয় অস্ত্র—চাকু, ছুরি ও পিস্তল নিয়ে চালক, সহকারী, সুপারভাইজারসহ যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা ৪০-৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।
ডাকাতেরা বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ চারজন যাত্রী নাটোরের বড়াইগ্রামের থানা মোড় এলাকায় বাসটি আটকে পুলিশকে খবর দেন।
পুলিশ বাসটি জব্দ করে চালক বাবলু আলী (৩০), চালকের সহকারী মাহবুব আলম (২৮) ও সুপারভাইজার সুমন ইসলামকে (৩৩) আটক করে থানায় নিয়ে যায়।
যাত্রী ওমর আলী অভিযোগ করেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তাঁর সহযোগীরা। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাস ও তিনজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাস ডাকাতির পর দুই যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার রাতে গাজীপুরের চান্দুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনে এ ঘটনা ঘটে।
বাসযাত্রী মজনু আকন্দ জানান, রাত ১০টার দিকে বাসটি গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পরই আটজন ডাকাত দেশীয় অস্ত্র—চাকু, ছুরি ও পিস্তল নিয়ে চালক, সহকারী, সুপারভাইজারসহ যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা ৪০-৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।
ডাকাতেরা বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ চারজন যাত্রী নাটোরের বড়াইগ্রামের থানা মোড় এলাকায় বাসটি আটকে পুলিশকে খবর দেন।
পুলিশ বাসটি জব্দ করে চালক বাবলু আলী (৩০), চালকের সহকারী মাহবুব আলম (২৮) ও সুপারভাইজার সুমন ইসলামকে (৩৩) আটক করে থানায় নিয়ে যায়।
যাত্রী ওমর আলী অভিযোগ করেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তাঁর সহযোগীরা। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাস ও তিনজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিভাগে জ্বালানি পরিবহন এবং বিক্রি নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের নেতাদের হাতে। নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই তাঁরা ধর্মঘটের ডাক দিয়ে জ্বালানি খাতকে জিম্মি করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছর তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ইজারামূল্য (মাশুল) পরিশোধ করেননি গায়ের জোরে। শুধু বগুড়
৪ মিনিট আগেবইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের কাছে ‘ছোট কাগজ’ অর্থাৎ লিটল ম্যাগাজিনের স্টল। পাঠকের মূল স্রোত কখনোই এদিকে খুব একটা আসে না। যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগের উদ্দেশ্য এখানকার বেঞ্চিতে একটু জিরিয়ে নেওয়া বা ছবি তোলা। প্রতিষ্ঠান ও প্রথাবিরোধী
১৩ মিনিট আগেরাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেআধা ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ইনজেকশন প্রয়োগের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডে নাজমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেন (৬৫) ও ইদ্রিস চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গ্রেপ্তার করা দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
২ ঘণ্টা আগে