Ajker Patrika

বাস ডাকাতির পর ২ যাত্রীকে ধর্ষণ, চালকসহ গ্রেপ্তার ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
জব্দ করা বাস। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা বাস। ছবি: আজকের পত্রিকা

বাস ডাকাতির পর দুই যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে গাজীপুরের চান্দুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনে এ ঘটনা ঘটে।

বাসযাত্রী মজনু আকন্দ জানান, রাত ১০টার দিকে বাসটি গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পরই আটজন ডাকাত দেশীয় অস্ত্র—চাকু, ছুরি ও পিস্তল নিয়ে চালক, সহকারী, সুপারভাইজারসহ যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা ৪০-৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।

ডাকাতেরা বাসটিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় নির্জন স্থানে থামিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ চারজন যাত্রী নাটোরের বড়াইগ্রামের থানা মোড় এলাকায় বাসটি আটকে পুলিশকে খবর দেন।

পুলিশ বাসটি জব্দ করে চালক বাবলু আলী (৩০), চালকের সহকারী মাহবুব আলম (২৮) ও সুপারভাইজার সুমন ইসলামকে (৩৩) আটক করে থানায় নিয়ে যায়।

যাত্রী ওমর আলী অভিযোগ করেন, ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তাঁর সহযোগীরা। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, বাস ও তিনজনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ