Ajker Patrika

বগুড়ায় ধান খেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ধান খেত থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

বগুড়ার গাবতলীতে নিখোঁজ অটোরিকশা চালক নাজমুল হাসানের (৩০) লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা তিনটার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাট ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের দরভাগি বিলের ধানখেতে লাশ উদ্ধার করা হয়। 

নাজমুল হাসান হাতীবান্ধা গ্রামের জহুরুল প্রামাণিকের ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। গত শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার এতথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, নাজমুল শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করেছে নাজমুলের সন্ধানে। আজ রোববার দুপুরে গ্রাম সংলগ্ন বিলে ধানখেতে নাজমুলের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। 

ওসি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত