নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন কেউ ভোট দিতে বাধা দিলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলের প্রার্থী আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আজ শনিবার বিকেলে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
পবার নওহাটা গরুর হাট সংলগ্ন মাঠে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের মুখে ছাই দেওয়ার জন্য এই নির্বাচনী সভায় হাজার হাজার মানুষ এসেছেন। ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ৭ জানুয়ারি কেউ ভোট প্রদানে বাধা দিতে আসলে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করতে হবে।’
রাজশাহী সিটি মেয়র লিটন বলেন, ‘যখন নির্বাচন আসে তখনই বিএনপি জামায়াত-নির্বাচনে অংশ নিতে চায় না। তারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, সে কারণে তারা নির্বাচনে অংশ নেয় না। তারা বলার মতো কোনো ইতিবাচক কাজ করেনি। বিধায় তারা নির্বাচনে না এসে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বিদেশিদের কাছে বলতে চায়, ‘এই নির্বাচনে জনগণ অংশ নেয়নি, ভোট দিতে আসেনি, কাজেই এই নির্বাচনের রায় মেনে নেওয়া যায় না।’
নির্বাচনী সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান এই নির্বাচনী সভা পরিচালনা করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন কেউ ভোট দিতে বাধা দিলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে দলের প্রার্থী আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষে পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আজ শনিবার বিকেলে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
পবার নওহাটা গরুর হাট সংলগ্ন মাঠে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের মুখে ছাই দেওয়ার জন্য এই নির্বাচনী সভায় হাজার হাজার মানুষ এসেছেন। ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ৭ জানুয়ারি কেউ ভোট প্রদানে বাধা দিতে আসলে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করতে হবে।’
রাজশাহী সিটি মেয়র লিটন বলেন, ‘যখন নির্বাচন আসে তখনই বিএনপি জামায়াত-নির্বাচনে অংশ নিতে চায় না। তারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, সে কারণে তারা নির্বাচনে অংশ নেয় না। তারা বলার মতো কোনো ইতিবাচক কাজ করেনি। বিধায় তারা নির্বাচনে না এসে নির্বাচনে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা বিদেশিদের কাছে বলতে চায়, ‘এই নির্বাচনে জনগণ অংশ নেয়নি, ভোট দিতে আসেনি, কাজেই এই নির্বাচনের রায় মেনে নেওয়া যায় না।’
নির্বাচনী সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান এই নির্বাচনী সভা পরিচালনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা
৪ মিনিট আগেঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
১২ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১৪ মিনিট আগে