Ajker Patrika

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা বকুল কারাগারে

বগুড়া ও শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৯
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা বকুল গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতা বকুল গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

হত্যাচেষ্টা মামলায় বগুড়ার শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইয়াসিন উল কবির বকুলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার বকুল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ফুলতলা গ্রামের বাসিন্দা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ নভেম্বর শেরপুর থানায় করা হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ইয়াসিন উল কবির বকুল। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত