ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু প্রামানিককে (৩৫) কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে ডাবলুর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে এই মামলা করেন। এ মামলার আসামিরা হলেন, চিকাশি গ্রামের বলাই, ঝিনাই গ্রামের জিয়া ও সোনারগাঁ গ্রামের মনির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাবলু প্রামানিক চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বরর ওয়ার্ডের সদস্য ও মোহনপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও তিনি উপজেলা তাঁতীলীগের সভাপতি। তিনি গত ২০ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে পরিষদের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ইউনিয়ন পরিষদের পাশে শাহীন চা স্টলের সামনে পৌঁছালে সেখানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে জখম করে। এ সময় ডাবলুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ডাবলুকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। এই ঘটনায় ডাবলুর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা সবাই সরকারি দলের নেতা-কর্মী। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ডাবলুকে কুপিয়ে জখম করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তাই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু প্রামানিককে (৩৫) কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে ডাবলুর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে এই মামলা করেন। এ মামলার আসামিরা হলেন, চিকাশি গ্রামের বলাই, ঝিনাই গ্রামের জিয়া ও সোনারগাঁ গ্রামের মনির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাবলু প্রামানিক চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নম্বরর ওয়ার্ডের সদস্য ও মোহনপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়াও তিনি উপজেলা তাঁতীলীগের সভাপতি। তিনি গত ২০ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে পরিষদের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ইউনিয়ন পরিষদের পাশে শাহীন চা স্টলের সামনে পৌঁছালে সেখানে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ডাবলুকে কুপিয়ে জখম করে। এ সময় ডাবলুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ডাবলুকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। এই ঘটনায় ডাবলুর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে তিনজনের নামে মামলা করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা সবাই সরকারি দলের নেতা-কর্মী। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ডাবলুকে কুপিয়ে জখম করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। তাই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৪৩ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
২ ঘণ্টা আগে