Ajker Patrika

পুলিশ পরিচয়ে নাটোরে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধি 
নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত
নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই। ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে নাটোরের চাঁদপুরে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর আব্দুস সালামের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন (৩২) ও একই গ্রামের বেল্লাল (৫৫)।

পানচাষি আবুল হোসেন জানান, আজ সকালে পুঠিয়া থেকে দত্তপাড়া মোকামে পান আনেন তাঁরা। এরপর দুজনে মিলে ১ লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। এরপর লেগুনা নিয়ে বাড়ি ফেরার পথে নাটোর বনবেলঘড়িয়া বাইপাসের অদূরে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাঁদের গতিরোধ করে।

ওই সময় পুলিশ পরিচয়ে তাঁদের বুকে পিস্তল ঠেকিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এ সময় পাশে বসা ব্যবসায়ী বেল্লাল এক ছিনতাইকারীর ছবি তুলে রাখেন বলে জানান তিনি।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ছিনতাইকারীদের ধরতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত