Ajker Patrika

৩ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ যুবক, রাজশাহীতে মিলল ঝুলন্ত মরদেহ

তানোর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৮: ১১
৩ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ যুবক, রাজশাহীতে মিলল ঝুলন্ত মরদেহ

ঢাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে রাজশাহীর তানোর উপজেলায় তাঁর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌরসভার মাহালীপাড়া এলাকা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

ওই যুবকের নাম মথি মার্ডি (২১)। তিনি ওই এলাকার সুমী মুর্মুর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, মথি মার্ডি নাবালক থাকা অবস্থায় তাঁর মা-বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মথি মার্ডির মা সুমী মুর্মু উপজেলার মাহালীপাড়া এলাকার নরেন মার্ডিকে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন। মাথি মার্ডির বয়স যখন ১৫ বছর তখন পর্যন্ত তিনি পালিত পিতা নরেন মার্ডির বাড়িতে তাঁর মা সুমী মুর্মুর সঙ্গে বসবাস করতেন। তবে ছয় বছর ধরে তিনি ঢাকায় কুরিয়ার সার্ভিসে কুলির কাজ করতেন এবং ঢাকায় থাকতেন। বছরে দু-একবার মাহালীপাড়াতে মায়ের কাছে দেখা করতে যেতেন মথি মার্ডি। 

গত বুধবার মথি মার্ডির এক সহকর্মী ঢাকা থেকে মোবাইল ফোনে সুমী মুর্মুকে জানান, মথি মার্ডিকে কর্মস্থলে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে মথিকে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে তাঁর পরিবার। ঘটনার তিন দিন পর আজ সকালে মায়ের বাড়ি মাহালীপাড়ায় একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় মথি মার্ডির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 
 
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (মর্গে) পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তাঁর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত