নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উত্তেজনার সময় প্রক্টর অধ্যাপক আসাবুল হক আহত হন। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রসায়ন বিভাগ ও আইন বিভাগের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আইন বিভাগ ৩-১ গোলে পরাজিত হয়। আইন বিভাগের শিক্ষার্থীরা খেলার মাঠের রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন। এদিকে মাঠের ভেতরে যাওয়ার জন্য স্টেডিয়ামের গেট ধরে আইন বিভাগের শিক্ষার্থীরা জোরে টানাটানি করতে থাকেন। এ সময় প্রক্টর আসাবুল হক সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা গেট খুলে দিতে গেটে জোরে টান দেন। তখন সেটি প্রক্টর আসাবুল হকের মাথায় লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়।
এ বিষয়ে আহত প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ঘটনা একটি দুর্ঘটনার মতো। আমি এখন সুস্থ আছি। অফিসে আছি। বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটির ব্যবস্থা গ্রহণের ব্যাপারটি আমরা দেখছি।’
এর আগে গত রোববার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই ঘটনাও ঘটে ফুটবল খেলাকে কেন্দ্র করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ওই শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িত রাবি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আবু সিনহা সৌমিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উত্তেজনার সময় প্রক্টর অধ্যাপক আসাবুল হক আহত হন। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রসায়ন বিভাগ ও আইন বিভাগের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আইন বিভাগ ৩-১ গোলে পরাজিত হয়। আইন বিভাগের শিক্ষার্থীরা খেলার মাঠের রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন। এদিকে মাঠের ভেতরে যাওয়ার জন্য স্টেডিয়ামের গেট ধরে আইন বিভাগের শিক্ষার্থীরা জোরে টানাটানি করতে থাকেন। এ সময় প্রক্টর আসাবুল হক সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা গেট খুলে দিতে গেটে জোরে টান দেন। তখন সেটি প্রক্টর আসাবুল হকের মাথায় লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়।
এ বিষয়ে আহত প্রক্টর অধ্যাপক আসাবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ঘটনা একটি দুর্ঘটনার মতো। আমি এখন সুস্থ আছি। অফিসে আছি। বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটির ব্যবস্থা গ্রহণের ব্যাপারটি আমরা দেখছি।’
এর আগে গত রোববার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ওই ঘটনাও ঘটে ফুটবল খেলাকে কেন্দ্র করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পর দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ওই শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় জড়িত রাবি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী আবু সিনহা সৌমিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
১১ মিনিট আগেতখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
২৬ মিনিট আগে২০২৫ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারাদেশে যে ছাত্রআন্দোলন গড়ে ওঠে, তার ঢেউ লাগে সাতক্ষীরাতেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হুমকি-ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করতেন।
৩৯ মিনিট আগেমসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
১ ঘণ্টা আগে