Ajker Patrika

রাজশাহীতে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়ল বিএনপির মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ জুন ২০২৫, ২০: ১০
রাজশাহীতে নেতা-কর্মীদের চাপে শুক্রবার সন্ধ্যায় ভেঙে পড়েছে বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনের মঞ্চ। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে নেতা-কর্মীদের চাপে শুক্রবার সন্ধ্যায় ভেঙে পড়েছে বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনের মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়েছে বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনের মঞ্চ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের সপুরা এলাকার একটি ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। তবে কেউ আহত হননি।

রাজশাহী নগরের শাহ্ মখদুম থানা বিএনপি আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। মঞ্চ ভেঙে পড়ার আগেই তিনি নেমে পড়েছিলেন।

নেতা-কর্মীরা জানান, বিকেলে সম্মেলন শুরু হয় এবং সন্ধ্যায় প্রধান অতিথি মঞ্চ থেকে নামার পর অনেক নেতা-কর্মী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঞ্চে উঠে পড়েন। অতিরিক্ত চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এ নিয়ে কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভেঙে পড়ার সময় মঞ্চে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশীদ। তিনি জানান, এ ঘটনায় বিএনপি কিংবা অঙ্গ-সংগঠনের কেউ আহত হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

এলাকার খবর
Loading...