Ajker Patrika

রাবিতে শিক্ষার্থীদের দাবির মুখে বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে বসেন। ছবি: আজকের পত্রিকা
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে বসেন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিভাগটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’। আজ বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিভাগের একাডেমিক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।

ফোকলোর বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের নাম পরিবর্তনসহ তিনটি দাবিতে গত মঙ্গলবার বিভাগের সভাপতির কাছে স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা। দাবিগুলোর পরিপ্রেক্ষিতে সেদিনই বিভাগের ৪১৫তম একাডেমিক সভায় একটি উপকমিটি গঠন করা হয়। গঠিত কমিটি পরে শিক্ষার্থীদের সঙ্গে একবার আলোচনা করে।

তবে দ্রুত সিদ্ধান্ত না আসায় আজ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিতে বসেন। এই অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভা শুরু হয়। সভায় শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী বিভাগটির নতুন নামকরণে সম্মতি জানানো হয় এবং বিষয়টি অনুমোদনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদে পাঠানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বাকি দুটি দাবিও মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের উত্থাপিত তিনটি দাবি হলো—ফোকলোর বিভাগের নাম পরিবর্তন বা সংস্কার, পিএসসি ও ইউজিসিতে ‘ফোকলোর’ বিষয়ের নাম অন্তর্ভুক্ত করে পৃথক কোড বরাদ্দ নিশ্চিত করতে বিভাগীয় উদ্যোগ, পরীক্ষার ফলাফল এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে এবং নির্ধারিত সময়েই ক্লাস রুটিন প্রকাশ করতে হবে।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় বিভাগীয় জরুরি সভায় বসি। সভায় বিভাগের নতুন নাম নির্ধারণ ও তা অনুষদে অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। আমাদের বিভাগে কোনো সেশনজট নেই, নিয়মিত সময়েই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তবে তৃতীয় দাবিটি সময়সাপেক্ষ, তা বাস্তবায়নে ধাপে ধাপে চেষ্টা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান: আইএসপিআর

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

জমি-ফ্ল্যাটের নিবন্ধনে আসছে বড় সংস্কার

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত