Ajker Patrika

বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ মে ২০২৩, ১১: ১৫
বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী

রাজশাহীতে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম নাসরিন সুলতানা (৪২)। তাঁর স্বামীর নাম আবু তালেব (৫০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে তাঁদের বাড়ি। নাসরিন পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসে বিলিং সহকারী পদে কর্মরত ছিলেন। 

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সন্ধ্যায় রামেক হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলযোগে দুর্গাপুরে ফিরছিলেন নাসরিন ও তাঁর স্বামী আবু তালেব। বিনোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। স্থানীয়রা দুজনকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। নাসরিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি জানান, দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায়। সেটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নাসরিনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত